রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত রাখতে লয়ার সার্টিফিকেট প্রেরণ

হাইকোর্ট
হাইকোর্ট  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকের বদলি সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত রাখতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লয়ার সার্টিফিকেট পাঠানো হয়েছে। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন এ সার্টিফিকেট পাঠান।

জানা গেছে, গত ২ আগস্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৩২ জন শিক্ষক একটি রিট আবেদন দায়ের করেন। রিটে দাবি করা হয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বদলি বিষয়ে যে নীতিমালা জারি করা হয়েছে, তা বিদ্যমান এমপিও নীতিমালা (মাদ্রাসার জন্য ১২-খ ধারা ও কারিগরির জন্য ২৩.৩ ধারা) লঙ্ঘন করে করা হয়েছে। এতে শিক্ষকদের একটি অংশ বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলা হয়।

আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে ১১ আগস্ট এ বিষয়ে একটি রুল জারি করেন। রুলে বলা হয়, কেন এই বদলি নীতিমালাকে অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং আদালত পরবর্তী কী আদেশ দিতে পারেন, তা বিবেচনার জন্য সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়।

এই রুল নিষ্পত্তির আগেই বদলির কার্যক্রম চলমান থাকে, তবে তা আদালতের প্রক্রিয়া ও বিচারিক স্বাধীনতার পরিপন্থি হতে পারে—এই যুক্তিতে সম্প্রতি রিট আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে লয়ার সার্টিফিকেট পাঠান।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!