১৯তম নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন নিয়ে এনটিআরসিএর সভা আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণ কমিটির সভা আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএর কার্যালয়ে সকাল ১০টায় এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এনটিআরসিএর সাম্প্রতিক এক নোটিশে জানানো হয়েছে, সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ও পরীক্ষার সময় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া সভায় ১৯তম নিবন্ধন পরীক্ষার জন্য পর্যায়ভিত্তিক সিলেবাসের সংখ্যা উপস্থাপন, চারটি আবশ্যিক বিষয় এবং তিনটি পর্যায়ের ১০৩টি পদসংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস প্রণয়ন ও হালনাগাদের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি এবং কর্মশালার কর্ম-কৌশল নির্ধারণ করা হবে।
একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন পদ ও বিষয়গুলোর সিলেবাস প্রণয়ন ও হালনাগাদে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের তালিকা প্রস্তুত করার বিষয়েও আলোচনা হবে।