শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নেই: এনটিআরসিএ

২১ আগস্ট ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

সপ্তদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন ও নিয়োগ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রার্থীকের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার আইনগত কোনও সুযোগ নেই বলেও জানিয়েছে এনটিআরসিএ।

একজন প্রার্থীর প্রসঙ্গ উল্লেখ করে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৫ সালের ১ নম্বর আইন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন, ২০০৫’ এ প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)’ এর বিধি ৩ অনুযায়ী এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে। 

গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ (প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত) এর বিধি ১০ অনুযায়ী শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এর বিধি ৯ এর উপবিধি (৪) (খ) তে উল্লেখ রয়েছে ‘প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষণ বা পুনপরীক্ষণের কোন আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদ্‌সংক্রান্ত কোন তথ্য প্রার্থী বা তাহার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না’। 

এর পরিপ্রেক্ষিতে মো. কুরবান আলীর সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ (সংশোধিত) এর ৮(১)(গ) বিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক গ্রহণ করার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার জন্য মাসে প্রয়োজন ২৭১ কোটি, বছরে কত?

নির্দেশনা মোতাবেক কুরবান আলীর মৌখিক পরীক্ষা বিষয় বিশেষজ্ঞ, বিভাগীয় বিশেষজ্ঞ ও সভাপতির সমন্বয়ে গঠিত তিন সদস্য বিশিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার উক্ত বোর্ড কর্তৃক প্রদত্ত নম্বরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়স্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা হতে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর জারিকৃত স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। 

কুরবান আলী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। আইন ও বিধি অনুযায়ী শুধু কৃতকার্য প্রার্থীরাই সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। যেহেতু তিনি মৌখিক পরীক্ষায় কৃতকার্য হননি, সেহেতু তাকে সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার আইনগত কোন সুযোগ নাই। সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ই-অ্যাপলিকেশনে আবেদন করার আইনগত কোন সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9