নিবন্ধন সনদের সঠিকতা যাচাইয়ে তিন শিক্ষককে তলব এনটিআরসিএর

এনটিআরসিএ লোগো
এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদের সঠিকতা যাচাইয়ের জন্য তিনজন প্রার্থীকে শুনানিতে অংশগ্রহণের জন্য ডেকেছে সংস্থাটি। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) এনটিআরসিএর কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি এনটিআরসিএর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-২) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সনদের সঠিকতা যাচাইয়ের জন্য ডাকা তিন শিক্ষক হলেন-  মো. ফেরদৌস আলম (প্রভাষক, রাষ্ট্র বিজ্ঞান), মো. আব্দুর রহমান (প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান) এবং মোস্তফা ওমর ফারুক শরীফ (প্রভাষক, গণিত)। তারা তিনজনই নওগাঁর রাণীনগরের আদাবপুকুর মহাবিদ্যালয়ে কর্মরত।

এনটিআরসিএ জানিয়েছে, বর্ণিত শিক্ষকগণের প্রত্যয়নপত্রের সঠিকতা যাচাইয়ের জন্য তাঁকে এবং তাঁর প্রতিষ্ঠানে কর্মরত উক্ত শিক্ষকগণের নিম্নে উল্লেখিত কাগজপত্রাদির মূল শিক্ষক নিবন্ধন পরীক্ষার মূল প্রত্যয়নপত্র; শিক্ষক নিবন্ধন পরীক্ষার মূল প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ এনটিআরসিএর কার্যালয়ে উপস্থিত হতে হবে।


সর্বশেষ সংবাদ