দুই কারণে বাদ ৯০৫ প্রার্থী, এক নজরে জানুন আবেদনের শুরু থেকে শেষ 

১৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে আবেদনকারীদের মধ্য থেকে ৯০৫ জন প্রার্থী বাদ পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আবেদন গ্রহণকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের আবেদন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রেরিত শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। ৭৮০টি চাহিদা বাতিলের পর অবশিষ্ট ১,০০,০৪২টি পদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করেটেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৪১৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়।

এতে আরও বলা হয়, ১২৫ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয় ও প্রতিষ্ঠান ধরণ বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলাফলের জন্য বিবেচনা করা যায়নি।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য:
গত ১৬ জুন ১,০০,৮২২ টি শূন্যপদের চাহিদা পূরণের জন্য ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধিত প্রার্থীদের নিকট থেকে ২২জুন  থেকে ১০ জুলাই  পর্যন্ত অনলাইনে ৫৭,৮৪০ টি আবেদন পাওয়াযায়। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৩৩,৮০৪ জন এবং মহিলা আবেদনকারীর সংখ্যা ২৪,০৩৬ জন।

আবেদন গ্রহণকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের আবেদন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রেরিত শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। ৭৮০টি চাহিদা বাতিলের পর অবশিষ্ট ১,০০,০৪২টি পদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করেটেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৪১৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়।

শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হয়ে থাকে। প্রার্থীদের প্রাপ্ত নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ১০ জানুয়ারি, ২০১৬ তারিখের স্মারক নং ৩৭,০০,০০০০.০৭১.০৮.০০৮.০৫(অংশ)-৩৩ এর নির্দেশনা অনুযায়ী একই বিষয়ে একই নম্বরপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম নির্ধারণে জটিলতা নিরসনকল্পে প্রথমে প্রার্থীর বয়স, অতঃপর এসএসসি/ সমমান পরীক্ষার ফলাফল এবং সর্বশেষ সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সর্বোচ্চ ডিগ্রীর ফলাফল বিবেচনা করা
হয়। 

১২৫ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয় ও প্রতিষ্ঠান ধরণ বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলাফলের জন্য বিবেচনা করা যায়নি।

উল্লেখ্য,  এমপিও নীতিমালা অনুযায়ী ১৮ তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ সালের ২ নভেম্বর। এতে আবেদন করেন ১৮ লাখ ৬৪ হাজার ৭১৯ জন। প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এতে অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এ পরীক্ষার ফল প্রকাশিত হয় গত বছরের ১৫ মে। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ১৪ অক্টোবর। এতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন। এতে উত্তীর্ণ হন ৬০ হাজার ৬৩৪ জন।

সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9