১৮তম শিক্ষক নিবন্ধন

শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ

শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে সনদ প্রদানের দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এ বিক্ষোভ করেন। 

আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৮৩ হাজার প্রার্থী। এর মধ্যে প্রায় ২৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হননি। তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তাই তাদের উত্তীর্ণের সনদ প্রদান করতে হবে।  

জসিম উদ্দিন নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমরা বৈষম্যের শিকার হয়েছি। যারা লিখিত পরীক্ষায় পাস করেছে, মৌখিকেও অংশ নিয়েছে, তাদের সবার যোগ্যতা রয়েছে। অথচ ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি অন্যায়।’   


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!