১৮তম নিবন্ধনের ই-সনদ ও ভুল তথ্য সংশোধন নিয়ে নতুন নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৮:৩২ PM
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।
এতে আরও বলা হয়েছ, ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাঁদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা
যেসব প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে (e-Certificate) নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।
যেসব প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।