বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্রের একটি ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, বলা হয়েছে, আগামী ১২ ও ১৩ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠাতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্রের ভেন্যু পরিবর্তন করা হলো। চট্টগ্রাম মিউন্সিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা গভ. মুসলিম হাইস্কুলে অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত ভেন্যুর রোল নম্বরধারী প্রার্থীদের প্রবেশপত্র ফের ডাউনলোড করার জন্য বলা হলো। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে।