নিখোঁজের সাড়ে ৯ মাস পর বাসায় ফিরলেন ব্যবসায়ী

৩০ আগস্ট ২০২২, ০৩:৪২ PM
নিখোঁজ ব্যক্তি

নিখোঁজ ব্যক্তি © সংগৃহীত

২০২১ সালের ৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী ইমাম মেহেদী হাসান ডলার। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন, ডলারকে তুলে নিয়ে 'গুম' করা হয়েছে।

তবে নিখোঁজের সাড়ে ৯ মাস পর পরিবারের কাছে ফিরে এসেছেন ডলার। গত শনিবার (২৭ আগস্ট) ভোরে তিনি নিজেই ফুলবাড়িয়া পৌর এলাকার নিজ বাসায় ফেরেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ডলারের বাবা লাল মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ছেলেকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে এবং কে দিয়ে গেছে, এসব বিষয়ে কিছুই সে আমাদের বলেনি।

ডলারের বাবা আরও বলেন, গত শনিবার ভোরে আমার ছেলে ফুলবাড়িয়া বাজারের বাসায় আসে। বাসায় আসার পর থেকে সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছে। সে ফিরে আসায় আমরা খুবই খুশি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেহেদী হাসান ফিরে এসেছে এটি গতকাল সোমবার থেকে আমরাও শুনছি। শোনার পর বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। কেউ ফোনও ধরছেন না।

এর আগে, গত বছরের ৬ নভেম্বর ফুলবাড়িয়া উপজেলার তার নিজ গ্রাম ছনকান্দা থেকে নিখোঁজ হন মেহেদী। নিখোঁজের ঘটনায় ৮ নভেম্বর মেহেদীর বাবা লাল মাহমুদ ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রথম থেকেই মেহেদী স্ত্রী মোমতাহেনা পিংকীর অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মেহেদী হাসানকে তুলে নিয়ে গুম করা হয়েছে।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

এরপর মেহেদীর স্ত্রী গতবছর ১৭ নভেম্বর ময়মনসিংহ প্রেস ক্লাবে ও পরে গত ৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামীর সন্ধান চান। সংবাদ সম্মেলনে মোমতাহেনা পিংকি জানিয়েছিলেন, ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় নিজেদের মাছের খামার থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী ইমাম মেহেদী হাসান নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানতে পারেন, ওই দিন বিকেল ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে একদল লোক মেহেদী হাসানকে উঠিয়ে নিয়ে যায়।

এরপর তারা ফুলবাড়িয়া থানা ও ময়মনসিংহের সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন এবং স্বামী নিখোঁজের ১ সপ্তাহ পর ময়মনসিংহ ডিবি কার্যালয়ে যান বলেও জানিয়েছেন।

বর্ণাঢ্য শীতকালীন আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬
  • ১৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ফিজিকস প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাভারে যাত্রা শুরু হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9