কমলাপুর রেলস্টেশনে ঢাবির রনির পাশে জাফরুল্লাহ চৌধুরী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৮:৩০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ০৮:৩০ PM
রেলখাতের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাতে স্টেশনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে কমলাপুর রেলস্টেশনে যান জাফরুল্লাহ চৌধুরী।
এদিকে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন ডা. জাফরউল্লাহ। প্রয়োজনে সারারাত অবস্থান করবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রনির ছয় দফা দাবিকে যৌক্তিক মনে করি এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। ঢাবি শিক্ষার্থী রনি রেলের অনিয়মের বিরুদ্ধে ১৮ দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন।’
জাফরুল্লাহ চৌধুরী রেলওয়ের অব্যবস্থাপনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি না থাকায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানান নিরাপত্তাকর্মীরা।