চট্টগ্রামে বাস চাপায় নিহত ৬

১২ জুলাই ২০২২, ০৫:১৯ PM
 বাস চাপায় নিহত ৬

বাস চাপায় নিহত ৬ © সংগৃহীত

চট্টগ্রামে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার জেলার পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল, রেজাউল করিম রফিক, শুভ ধর, সাব্বির হোসেন, বিশ্বজিৎ সেন এবং তার স্ত্রী রূপনা সেন। সোমবার রাতে মহাসড়কের পটিয়া অংশে জলুয়ারদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে ছেড়ে আসা একইমুখী একটি যাত্রীবাহি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এসময় বাস চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ ৫ যাত্রীই ঘটনাস্থলে মারা যান। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অটোরিকশাটি চন্দনাইশ থেকে পটিয়ামুখী ছিল। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। লাশ আমাদের জিম্মায় আছে।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage