পাহাড়ধসে মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই ভাইয়ের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৮:৪৬ AM , আপডেট: ১৯ জুন ২০২২, ০৯:০৩ AM

চট্টগ্রামে পাহাড় ধসে মো. লিটন (২৩) ও ইমন নামে এক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাতে মহানগরীর আকবর শাহ থানার লেক সিটি এলাকায় পাহাড় ধসে তারা মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ও ইমনের বাবা মুজিবুর রহমান আকবর শাহ থানার রেলওয়ের পাহাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয়ভাবে সে মিস্ত্রি হিসেবে পরিচিত। তার চার সন্তানের মধ্যে লিটন মেজো ছিলেন। লিটনের বড় ভাইয়ের নাম নিরব (২৮)। মুজিবের সেজ ছেলে লিমন (১৮) একটি গার্মেন্টসে কাজ করেন। আর সবার ছোট ইমন স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়তেন।
মুজিবুর রহমান বলেন, পাহাড় আমার দুই মানিককে কেড়ে নিয়েছে। আমার দুই ধনকে হাড়িয়েছি। আমার মেজো ছেলে লিটনের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাকে কীভাবে শান্তনা দেব। সব কিছু ওলট-পালট হয়ে গেছে।