১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকা শহর বন্ধ: মেয়র তাপস 

১০ জুন ২০২২, ০৯:৩৮ PM
মেয়র তাপস

মেয়র তাপস © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধের উদ্যোগ নেব। রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় বিষয়গুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। পৃথিবীর সব শহরেরই সময়সীমা রয়েছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই।

শুক্রবার (১০ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ সেমিনার আয়োজিত হয়।

শেখ ফজলে নূর তাপস বলেন, করোনার সময় জনজীবন স্তব্ধ ছিল, আমরা প্রকৃতিতে সজীবতা জেগে ওঠতে দেখেছি। প্রকৃতির বিশ্রাম করার সময় লাগে। সারাদিনই আমরা ঢাকার ওপর অত্যাচার করব। আর ঢাকা আমাদের সুন্দর পরিবেশ উপহার দেবে, তা আশা করা ঠিক নয়।

তিনি আরও বলেন, ছোটবেলাতে বৃষ্টি পছন্দ করতাম। ভিজে আনন্দ করতাম। বৃষ্টির সঙ্গে বাঙালি জাতিসত্তার অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। মেয়র হিসেবে বৃষ্টি হলে আমার ভয় লাগে। জলাবদ্ধতা ও ডেঙ্গু বিস্তারের কারণে ভয় লাগে।

তাপস বলেন, ঢাকায় যে নর্দমাগুলো রয়েছে, সেগুলো পানি নিষ্কাশনের জন্য; পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। ঢাকা ওয়াসা পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে। তারা ব্যবস্থা না করে, আমাদের নর্দমায় দিয়ে দেয়। ফলে পয়োবর্জ্য খালে চলে যায়। এই বিষয়টি ১ জুলাই থেকে কঠোর বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ৩৩৩ মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা শহর নিমজ্জিত হয়ে যায়। আমরা ১০টি খেলার মাঠ তৈরি করেছি। খালগুলো দখলমুক্ত ও নান্দনিকভাবে অবকাঠামো স্থাপনার কাজ শুরু হবে। সব জলাশয়, খাল ও পুকুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। 

এ সময় বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জিআইজেড বাংলাদেশের অ্যাডাপটেশন অব আরবান এরিয়াস টু ক্লাইমেট চেঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফনটেইন প্রমুখ উপস্থিত ছিলেন।  

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9