যানজট নিরসনে রাত ৮টার পর সব কিছু বন্ধ থাকবে: মেয়র তাপস

১৬ মে ২০২২, ০৫:৪৮ PM
মেয়র তাপস

মেয়র তাপস © ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, রাজধানীতে সার্বিক শৃঙ্খলা ফেরাতে ও সড়কে যানজট নিরসনে জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর সব দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে। 

সোমবার (১৬ মে) ডিএসসিসি’র মেয়র হিসেবে দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

মেয়র বলেন, রাজধানীর ধারণক্ষমতার সব সীমাবদ্ধতা ছাড়িয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নাই। আমরা দ্রুত এ সমস্যার সমাধান করতে চাই। এজন্য রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। তবে শুধুমাত্র খাবারের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকানসহ জরুরি প্রয়োজনীয় সেবাগুলো তাদের সুবিধামতো সময় খোলা রাখতে পারবেন।  

মেয়র আরও বলেন, বিশ্বের অন্য বড় শহরে দোকানপাট, শপিং মল একটি নির্দিষ্ট সময়েই বন্ধ হয়। ঢাকায় শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 

তাপস বলেন, ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আরও বেশ কিছু ভালো দিক রয়েছে। যা কার্যকর হলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারব। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, অনেক ব্যবসায়ী মধ্যরাত পর্যন্ত প্রতিষ্ঠান খুলে রাখেন। তারা বাড়ি ফিরতেও দেরি করে থাকেন। রাত ৮টায় দোকানপাট বন্ধ হয়ে গেলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। 

তাপস আরও বলেন, সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া যেসব বাজার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আছে, সেগুলো আমাদের আওতায় আনব। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে—এগুলো সব নীতিমালার আওতায় আনব। এ বাজারগুলোকে নিবন্ধন দেব। 

মেয়র বলেন, আশা করছি, এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগত। কাজ করার ফলে, চলতি বছরে আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। 

অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৩ জানুয়ারি ২০২৬
এই সরকারের আমলে কি পে স্কেল ঘোষণা হবে, জবাব দিলেন অর্থ উপদে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা …
  • ১৩ জানুয়ারি ২০২৬
শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধীরা
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাহবাগে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9