জুনে ৫-১২ বছরের শিশুদের করোনার টিকা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক  © ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী জুন মাস থেকে ৫-১২ বছরের শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এ টিকার আওতায় প্রায় দুই কোটি শিশু আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ইতোমধ্যে আমাদের ৩০ লাখ টিকা এসেছে। শিশুদের মা-বাবাদের বলবো ৫-১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে রাখুন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার সফলতার জন্য প্রধানমন্ত্রী ভ্যাক্সিন হিরো হয়েছেন, এবার ভ্যাক্সিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেইভাবে আসবে না।

আরও পড়ুন : ধর্ষণের শিকার সেই শিক্ষিকার আত্মহত্যা

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence