ঢাকার স্কুলে শিক্ষকতার ইচ্ছা হৃদয় মণ্ডলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৮:৪২ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২২, ০৯:০১ AM
মুন্সিগঞ্জ বিনোদপুরে নিজের পরিবার হুমকিতে রয়েছে উল্লেখ করে রাজধানী ঢাকার যেকোন স্কুলে শিক্ষকতার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। বুধবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে স্কুলের মাঠে হৃদয় মণ্ডল গণমাধ্যমে এসব কথা বলেন।
হৃদয় মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে। নানাভাবে হুমকিও দেয়া হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এ স্কুলে শিক্ষকতা করা সম্ভব হবে না। সরকারের কাছে অনুরোধ থাকবে, আমাকে এ জেলার বাইরে ঢাকায় কোন স্কুলে শিক্ষকতার সুযোগ করে দেয়ার। আমি শিক্ষকতা চালিয়ে যেতে চাই।
স্বাভাবিক জীবনের প্রতি শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, স্বাভাবিকভাবে আবার স্কুলে শিক্ষাগতা করার নিশ্চয়তা নেই। কেননা আমার পরিবারের সদস্যের ওপর আক্রমণ চলছে। রাতে এখনো দরজা জানালায় লাথি দেয়। বাসার বাইরে গেলে বহিরাগতরা হুমকি দেয়। আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। ভয় নিয়ে কতদিন আমরা থাকব।
আরও পড়ুন: স্কুলে গেলেন শিক্ষক হৃদয় মণ্ডল
এ সময় তিনি বলেন, পুলিশ সারাক্ষণ নিরাপত্তা দিতে পারবে না। সরকার যদি আমাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয় তাহলে আমি স্কুলে শিক্ষকতা করার চেষ্টা করব। আর যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে চাকরি করা সম্ভব হবে না।
হৃদয় মণ্ডল বলেন, ছাত্রদের যারা ইন্ধন দিয়েছে তাদের মাফ করা যাবে না। ছাত্রদের যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। আমার প্রতিপক্ষ শিক্ষকরাই। আমি স্কুলের বিজ্ঞান ও গণিতের শিক্ষক। ছাত্ররা আমার কাছে পড়তে আগ্রহী। কিন্তু প্রতিপক্ষ শিক্ষক আমার প্রাইভেট পড়ানোর বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে এ ষড়যন্ত্র করেছে।
গত ২২ মার্চ ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করেন। ওই দিনই গ্রেপতার করা হয় তাকে। এরপর গত ২৩ ও ২৮ মার্চ আদালতে তার জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। ১০ এপ্রিল জামিনে কারামুক্ত হন হৃদয় চন্দ্র মণ্ডল।