নাপা সিরাপে নয়, খাবারে মায়ের মেশানো বিষে দুই শিশুর মৃত্যু
- মোহাম্মদ রনি খাঁ, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ১৭ মার্চ ২০২২, ১২:১৬ PM
ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু। বেশ কিছু দিন যাবত দেশব্যাপী আলোচিত ঘটনা। নাপা সিরাপ পরীক্ষা, নাপা বিক্রি বন্ধ ঘোষণাসহ একাধিক ঘটনা ঘটে এ মৃত্যুর রহস্যকে গিয়ে।
তবে আলোচিত এ ঘটনায় বেরিয়ে এসেছে আরও নতুন তথ্য। নাপা সিরাপ নয়, মায়ের পরকীয়ার জেরে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর।
পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে গতকাল বুধবার (১৬ মার্চ) মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, বিষ মেশানো মিষ্টি খাইয়ে ওই দুই শিশুকে তাদের মা লিমা হত্যা করেছেন, এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার সততা পাওয়া যায়।
আরও পড়ুন : শিক্ষার্থীদের বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে শিশুর মা লিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাটি সত্য। ওই দুই শিশুর মা ঘটনাটি আমাদের নিকতে স্বীকার করেছেন। জবানবন্দি গ্রহণ করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই দুই শিশুর মা একটি চাল কলে চাকরি করতো। সেখানে সফিউল্লাহ নামে একজনের সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠে। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দুই ছেলে এ পথে বাঁধা মনে করে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
এর আগে শুক্রবার (১১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জেলার সব ওষুধ ব্যবসায়ীকে অনুরোধ করা হয় সমিতির পক্ষ থেকে।
এ অভিযোগের সত্যতা যাচাই করতে সারা দেশ থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের (প্যারাসিটামল ১২০ মি. গ্রাম/৫ মি. গ্রাম, ব্যাচ নম্বর ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণ তারিখ ১১/২০২৩) উৎপাদিত নাপা সিরাপের নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।