মুসকানকে এক লাখ টাকা দিতে চান ভালুকা চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৩ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৭ PM
ভারতের কর্ণাটকে হিজাব পরে আল্লাহু আকবর স্লোগান দেয়া সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চেয়ারম্যান আজাদ এক ফেসবুকে পোস্টে এ পুরস্কারের ঘোষণা দেন।
চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফেসবুকে লিখেন, ‘আল্লাহু আকবর বলা মেয়েটির জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব। দেয়ার ব্যবস্থা থাকলে জানাবেন।’
আরও পড়ুন: ‘আমি হিজাব পরলে তাদের সমস্যা কোথায়?’
এবিষয়ে জানতে চাইলে আজাদ গণমাধ্যমকে বলেন, নিজের অধিকার রক্ষায় তীব্র বাধার মুখেও সাহসী ভূমিকা পালন করেছেন মুসকান খান। তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন সাহসী ভূমিকার জন্য অভিনন্দন। দূতাবাসের মাধ্যমে আমি তাকে ১ লাখ টাকা পুরস্কার হিসেবে পাঠাব।
এর আগে গতকাল মঙ্গলবার রাজ্যটির একটি কলেজে হিজাব পরিহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে 'আল্লাহু আকবার' বলে প্রতিবাদ করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়। একদল তরুণের সামনে হিজাব পরে একাই প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন তিনি।
আরও পড়ুন: মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা
মুসকানের এমন সাহসী প্রদক্ষেপে তার জন্য নিজ দেশেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ তাকে পাঁচ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, যা বাংলাদেশের প্রায় ৫ লাখ ৭৪ হাজার টাকার সমান। এক টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি এ ঘোষণা দেন।
চলমান এই ইস্যুতে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে একদল গেরুয়া স্কার্ফধারী। সে সময় তারা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিচ্ছিল। দলটি তাকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে। সে সময় মুসকান ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুরু করেন। তখন কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নেন।