শামীম ওসমানের কেন্দ্রে হারেননি আইভি

১৬ জানুয়ারি ২০২২, ০৭:০২ PM
নাসিক নির্বাচন

নাসিক নির্বাচন © সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাটট্রিক জয় পেলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন তিনি। এই নির্বাচন ঘিরে নানা আলোচনা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘গুজব’ ওঠে শামীম ওসমানের কেন্দ্রে আইভী হেরে গেছেন, তৈমুর জিতেছেন। তবে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছালেহ আহম্মদ জানিয়েছেন, শামীম ওসমানের কেন্দ্রে আইভীই জিতেছেন।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলের একটি কেন্দ্রে ভোট দেন শামীম ওসমান। এই স্কুলে মোট তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে শামীম ওসমান ভোট দিয়েছেন দুই নম্বর কেন্দ্রে।

প্রিসাইডিং অফিসার ছালেহ আহম্মদ রোববার রাতে বলেন, শামীম ওসমান আমার কেন্দ্রেই ভোট দিয়েছিলেন। আমিও তখন ছিলাম। এ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী ৪৯২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৩৫২ ভোট।

আরও পড়ুন: হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, ভিসির পদত্যাগ দাবি

নৌকা প্রতীক নিয়ে ১৯২টি কেন্দ্রে ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২টি। ফলে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হতে চলেছেন সেলিনা হায়াৎ আইভী।

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি।

ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9