হাফ পাসের দবিতে

এবার চট্টগ্রামেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২৯ নভেম্বর ২০২১, ০২:৪৪ PM
নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ © সংগৃহীত

নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিতে চাইলেও পুলিশ বাধা দেয়।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরের ওয়াসা মোড় সড়কের এক পাশে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের।

হাজেরা-তজু কলেজের শিক্ষার্থী এক শিক্ষার্থী জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা পথে নেমেছেন। সড়কে একের পর এক শিক্ষার্থীর মৃত্যু হচ্ছে। এর প্রতিকার চাই আমরা। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেই দাবি আমাদের।

আন্দোলনে অংশ নেওয়া কলেজশিক্ষার্থী আজাদ জানান, যাতায়াতের ভাড়াও বেড়ে গেছে। এখন অর্ধেক ভাড়া দিতে চাইলে চালক ও তার সহকারীরা অসদাচরণ করেন। কখনো হুমকিও দেন। এসবের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ বিষয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম জানান, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কখনো কখনো সড়ক অবরোধের চেষ্টা করলেও তাদের বুঝিয়ে সড়কের এক পাশে সরিয়ে দেওয়া হয়।

তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage