ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

২৬ অক্টোবর ২০২১, ১০:১০ AM
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা © ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নেতার নাম পলাশ শেখ (৩১)। সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পলাশ লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে নিহতের পরিবার জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে কয়েকজন যুবকের ডাকে বাড়ি থেকে বের হয়ে যান পলাশ। এরপর সাড়ে ৮টার দিকে চরমল্লিকপুর গ্রামের জাফর মোল্যার বাড়ির পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পলাশের মাথায় কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও সূত্র জানায়।

স্থানীয় ছাত্রলীগের মাধ্যমে জানা গেছে, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদের সঙ্গে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল পলাশ শেখের।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য পলাশের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage