কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংজোড় বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম নুসরাত আক্তার (১৭)। সে পৌর শহরের প্রবাসী বাবু মিয়ার বড় মেয়ে এবং আল আমিন ইন্সটিটিউট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  

নুসরাত আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, নুসরাত আক্তারের সঙ্গে পাশের বাড়ির এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নুসরাতের বাবা-মা তাদের প্রেমের সম্পর্ক মানতে রাজি ছিলো না। এ নিয়ে বৃহস্পতিবার সকালে বাবা-মা’র সঙ্গে নুসরাতের কথা-কাটাকাটি হয়। এরপর সে এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে স্কুলে যায়।

বিকেলে বাড়িতে এসে নুসরাত নিজ ঘরে দরজা বন্ধ করে থাকে। পরে তার সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে স্বজনরা।

মৃত্যুর খবর শুনে স্থানীয় মানুষ ও নুসরাতের সহপাঠীরা ওই বাড়ীতে এসে পুলিশকে খবর দেয়। রাত ১০ টায় লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কে বাবা-মায়ের বাধা-হুমকির কারণেই নুসরাত আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।


সর্বশেষ সংবাদ