১১ আগস্ট থেকে চলবে গণপরিবহনও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০২:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২১, ০২:৫৬ PM
আগামী ১১ আগস্ট থেকে দেশে গণপরিবহন চলাচল শুরু হবে। তবে সব বাস সড়কে চলতে দেয়া হবে না। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং শ্রমিক নেতারা মিলে ঠিক করবেন।
মঙ্গলবার (৩ আগস্ট মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট, বাসসহ সব খুলে দেয়া হবে। তবে এর আগে সবাইকে করোনা টিকা নিতে হবে। টিকা না নিয়ে ১৮ বছরের বেশি কেউ বাইরে চলাচল করতে পারবে না।
তিনি আরও বলেন আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এরপর সবকিছু স্বাভাবিক করে দেয়া হবে।