প্রতি উপজেলায় মডেল মন্দির চায় হিন্দু মহাজোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৬:২৬ PM , আপডেট: ১৯ জুন ২০২১, ০৬:২৬ PM
দেশের প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দ বাড়ানোর আহবান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা, গুম, খুন, নির্যাতন, লুটপাট. অগ্নি সংযোগ, প্রতিমা ভঙচুর, জমি দখল করা হচ্ছে এর বিচার চাই। পাশাপাশি রথযাত্রায় একদিনের সরকারি ছুটি ও বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হচ্ছে। রথযাত্রায় একদিন ছুটি দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের বিধি-বিধানে কোনো পরিবর্তন করা যাবে না। এগুলো বাস্তবায়ন না করলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।