২৯ মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ৩০ মার্চ থেকে অনশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:১৯ PM , আপডেট: ২০ মার্চ ২০২১, ১২:১৯ PM
৫৭ হাজার শূন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবী জানিয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরাম ও ১-১৫তম নিবন্ধিত ব্যাচের নিবন্ধনধারীরা। আগামী ২৯ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে আমরণ অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন তারা।
তারা বলছেন, ‘আমরা অসহায় ১-১৫তম নিবন্ধিতরা বহুবার স্মারকলিপি দিয়েছি, প্রতীকী অনশন করেছি, তাও গণবিজ্ঞপ্তির কোন সুখবর মিলছে না। শুধু আশ্বাস পাচ্ছি কিন্তু কাজের কাজ হচ্ছে না। এদিকে প্রতিনিয়ত নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার জীবন বিপন্ন হতে চলেছে উচ্চ শিক্ষিত বেকারদের। আবার বয়স শেষ হয়ে যাচ্ছে অনেকের।প্রতিনিয়তই পরিবার ও সমাজ থেকে লাঞ্ছিত হচ্ছে এসব গণবিজ্ঞপ্তি প্রত্যাশী হবু শিক্ষকেরা, যা সত্যিই দুঃখজনক।’
তারা বলেন, ‘আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না বলে মনে করছি। আমরা চাই আগামী ২৯ তারিখের মধ্যে গণবিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হোক। নতুবা ৩০ তারিখ থেকে আমরন অনশন কর্মসূচীতে বসতে আমরা বাধ্য হবো। আমাদের আর কোন পথ খোলা নেই।’
গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের ১৫তম নিবন্ধিত মো. শান্ত বলেন, ‘এ পর্যন্ত ফোরামের পক্ষ থেকে ২২ বার স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রতীকী অনশনে কর্মকর্তারা আশ্বস্তও করলেন দ্রুত সুখবর দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো কোন সুখবর পেলাম না আমরা। প্রায় ১৪ মাস গণবিজ্ঞপ্তির প্রত্যাশায় মানবেতর ও অনিশ্চিত জীবন কাটাচ্ছে ১৫তম ব্যাচের চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা। প্রিলি, রিটেন ও ভাইভা পাস করে আর কতদিন এভাবে অবহেলিত থাকা যায়? আমরা মন থেকে চাই আর কোন অজুহাত বা আশ্বাস নয়, দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করুক এনটিআরসিএ।’
আগামী ২৯ মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে সারাদেশ থেকে নিবন্ধনধারীরা তাদের ‘ন্যায্য ও যৌক্তিক দাবী’ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবীতে আমরণ অনশনে বসতে বাধ্য হবে বলে জানান তারা।