সাকিবের মসজিদ বানানো নিয়ে তসলিমা নাসরিনের সমালোচনা

১৪ মার্চ ২০২১, ১০:৫৬ PM

© টিডিসি ফটো

মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসানের মসজিদ নির্মাণের সমালোচনা করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘সাকিব তাঁর নানাবাড়ি মাগুরায় একখানা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, ওখানে কি অভাব ছিল মসজিদের? আমি নিশ্চিত, অভাব ছিল না।’

আজ রবিবার রাতে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা বলেন, সাকিবের প্রচুর টাকা। নিউ ইয়র্কে বিশাল বাড়ি তাঁর। আর কোন কোন শহরে বাড়ি কিনেছেন জানা নেই আমার। তবে আজকের খবর হলো, তিনি তাঁর নানাবাড়ি মাগুরায় একখানা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, ওখানে কি অভাব ছিল মসজিদের? আমি নিশ্চিত, অভাব ছিল না।

তসলিমা ফেসবুকে লিখেন, যদি অভাব কিছুর থেকে থাকে তবে ভালো হাসপাতালের, ভালো কলেজের, ভালো বিজ্ঞান একাডেমির, ভালো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের, ভালো পাবলিক লাইব্রেরির। কিন্তু সাকিব তাঁর টাকার শ্রাদ্ধ করলেন কচুরিপানা ভর্তি পুকুরে আরও একখানা কচুরিপানা ছেড়ে।

এর আগে গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে। মাগুরায় জন্ম নেওয়া সাকিব একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন।

বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়।

তসলিমা ফেসবুকে লিখেন, কী হবে এরপর? ক’দিন পর মসজিদের ইমাম কোনও শিশুকে ধর্ষণ করবেন, ক’দিন পর মুয়াজ্জিন করবেন, ক’দিন পর মসজিদ কমিটি একটি ধর্ষণাগার ওরফে মাদ্রাসা বানানোর জন্য সাকিবের কাছে আবেদন করবেন। দৃশ্যগুলো তো আমরা চোখ বুজেই দেখতে পাচ্ছি।

প্রাথমিকে কর্মঘণ্টা বাড়লেও কমেছে ছুটি, ক্ষুব্ধ শিক্ষকরা
  • ০৬ জানুয়ারি ২০২৬
হলফনামা ও আয়কর রিটার্নে গড়মিল সারজিস আলমের
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল ছাত্রশক্তি…
  • ০৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে ব্রিফ করবে করবে ডিএমপি
  • ০৬ জানুয়ারি ২০২৬
ব্যাংক এশিয়া নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, আবেদন অ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত…
  • ০৬ জানুয়ারি ২০২৬