জোনায়েদ সাকি ও নুরের নতুন জোট, থাকবেন জাফরুল্লাহ চৌধুরীও

০১ ডিসেম্বর ২০২০, ১২:০২ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী, নুরুল হক নুর এবং জোনায়ের সাকি

ডা. জাফরুল্লাহ চৌধুরী, নুরুল হক নুর এবং জোনায়ের সাকি © ফাইল ফটো

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নতুন দল বা জোট করার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। এ প্রক্রিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং ‘রাষ্ট্র চিন্তা’ নামে একটি সংগঠন যুক্ত আছে বলে জানা গেছে। চূড়ান্তভাবে দল গঠনের আগে যৌথ কর্মসূচি পালন করবেন তারা। গত ২৮ নভেম্বর এক যৌথ সমাবেশেও অংশ নেয় সংগঠনগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি আরও সময় নিয়ে কর্মসূচি ও নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে। সমমনা আরও দল যুক্ত হয়ে তা জোটে পরিণত হতে পারে। অবশ্য নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণসংহতি আন্দোলনের সঙ্গে একীভূত হওয়ারও একটি প্রস্তাব দিয়েছে বলে সূত্র দাবি করেছে। তবে এটি অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাই মিলে যুগপৎ কর্মসূচিতে যেতে চাই। সে লক্ষ্যেই চারটি সংগঠন মিলে গত ২৮ নভেম্বর শহীদ মিনারে সমাবেশ করেছি।’ এসময় নতুন দলের বিষয়ে তিনি বলেন, ‘এখনই নতুন দল করছি না, গণতন্ত্র উদ্ধারে সর্বদলীয় ঐক্য চাই আমরা। ছোটভাবে শুরু করেছি, আশা করি সামনের দিকে এগিয়ে যাবে এটি।’

একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ার পক্ষে গণসংহতি আন্দোলন। জামায়াতে ইসলামী ছাড়া অন্য সব দলের সঙ্গেই ঐক্য করার পক্ষে দলটির নেতারা। একীভূত হওয়ার ক্ষেত্রে নতুন দল বা জোট করার বিষয়টি সামনে আসতে পারে। তবে প্রক্রিয়াটি এখনও নিশ্চিত নয় বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর আগ্রহী সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হতে পারে।

মওলানা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘এখনও ওসব কিছু না। দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ বসতে চায় না, সন্দেহ করে। দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে বের হতে হবে। বড় দলগুলোতে গণ্ডগোল চলছে। সবাইকে বলেছি—অন্যদেরকে একত্র করো।’ আর ‘রাষ্ট্র চিন্তা’র সদস্য হাসনাত কাইয়ূম বলেন, ‘দল বা জোট করার বিষয় এখনও আসেনি। রাষ্ট্রের সংকট সমাধানে যারা আন্তরিক, তাদেরকে একত্রে কাজ করতে হবে।’

এ বিষয়ে জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, ‘মওলানা ভাসানীকে কেন্দ্র করে একত্রিত হয়েছি আমরা, সমাবেশ করলাম। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার কথা ভাবছি।’ এসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় বৃহত্তর আন্দোলন গড়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
মির্জা ফখরুলের পেশা ব্যবসা-পরামর্শক, বার্ষিক আয় ১২ লাখ
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান
  • ০৯ জানুয়ারি ২০২৬
কানের ভিতরে ডিভাইস নিয়ে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে, অতঃপর...
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9