প্রধানমন্ত্রীকে আড়াই হাজার শব্দের চিঠি লিখলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আড়াই হাজার শব্দের চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) খোলা চিঠিটি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে ঈদের দিন গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তাকে দেখতে যেতে বলেছেন। এমনটা করলে দেশের জনগণ খুশি হবে বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

এছাড়া আগস্টে গণস্বাস্থ্য কেন্দ্রে কভিড-১৯ চিকিৎসা কার্যক্রম শুরু হবে- উল্লেখ করে এর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার অনুরোধ করা হয়েছে এ চিঠিতে।


সর্বশেষ সংবাদ