করোনামুক্ত ডা. জাফরুল্লাহ

১৩ জুন ২০২০, ১০:১৯ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি এখন করোনামুক্ত বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার জি-র‍্যাপিড ডট ব্লট কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল।

ড. বিজন কুমার গণমাধ্যমকে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার শরীরে এন্টিবডি তৈরি হয়েছে। তবে বিষয়টি এখনও ডা. জাফরুল্লাহকে জানানো হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচদিন তাকে হাসপাতালে থাকতে হবে। যদিও তিনি আর হাসপাতালে থাকতে চাইছেন না, এ কারণে গতকাল পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসার পরও তাকে তখন এটা জানানো হয়নি।

উল্লেখ্য গত ২৫ মে নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত জি-র‍্যাপিড ডট ব্লট কিট ব্যবহার করে ডা. জাফরুল্লাহ জানতে পারেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তবে এই কিটের সরকারি অনুমোদন না থাকায় ২৮ মে তার নমুনা সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রেজাল্টও 'পজিটিভ' এসেছে।

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬