করোনা টেস্টে নেগেটিভ রোমা, ফেসবুকে গালমন্দের জন্য দুঃখপ্রকাশ

২৮ মার্চ ২০২০, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

নিজের করোনা উপসর্গ আছে কিন্তু সেবা পাচ্ছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে তুলোধুনা করা সেই আতিক রমা নামে নারীর করোনা নেগেটিভ এসেছে।

আজ শনিবার (২৮ মার্চ) তিনি তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসের নিজের করোনা নেগেটিভ এসেছে জানানোর সঙ্গে তিনি ফ্লোরার নাম নিয়ে খারাপ কথা বলায় দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি পারতো পক্ষে কখনও কাউকে হেও করি না বা অসম্মান করে কিছু বলি না বা লিখি না। কিন্তু এবার IEDCR প্রধান মীরজাদি সেব্রিনা ফ্লোরার ওপর খুব রেগেছিলাম। উনি আমার চেয়ে বয়সে বড় হওয়া স্বত্বেও খারাপ ভাষায় গালাগাল করে পোস্ট লিখেছিলাম। আসলে প্রচন্ড অসুস্থ ছিলাম এবং স্বাস্থ্য সেবা নিতে গিয়ে প্রতি পদে পদে অব্যবস্থাপনা দেখে এবং উক্ত কাজে নিয়োজিত লোকজনের অসৌজন্যমূলক আচরণে নিজেকে আর ধরে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, যদিও ব্যক্তিগত ভাবে ওনাকে আমি চিনি না এবং ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার কোন বিরোধ নেই, তবুও সার্বিক পরিস্থিতিতে মূল দায়িত্বে থাকা ব্যক্তিটিকে আক্রমণ করেছিলাম। তারজন্য এই পোস্টের মাধ্যমে তার কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে আতিক রমা নামের ওই নারী গত সোমবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে অসুস্থ হওয়া, করোনার লক্ষণ, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করাসহ বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে তুলোধুনা করেন। মাত্র ১ ঘণ্টার মধ্যে তার স্ট্যাটাসটি প্রায় দুই হাজার শেয়ার হয়।

বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬