‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের

ভারতীয় হাইকমিশন ও জুলাই ঐক্য (ইনসেটে)
ভারতীয় হাইকমিশন ও জুলাই ঐক্য (ইনসেটে)  © সংগৃহীত ও সম্পাদিত

ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্রজনতার হাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করা হবে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হল ক্রমাগত ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের জুলাই-আগস্টের যে সমস্ত খুনিরা ভারতে পালিয়ে আছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের জনসাধারণকে সাথে নিয়ে জুলাই ঐক্য ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মার্চ করবে এবং প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, ভারতীয় মদদপুষ্ট মিডিয়া এবং রাজনৈতিক দল যেন বাংলাদেশে ফাংশন করতে না পারে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence