গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীর  © সংগৃহীত

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে নেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হলেও রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর থেকে তিনি অপেক্ষায় ছিলেন এবং তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।

এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর তখনও ডিবি কার্যালয়ে ছিলেন এবং তার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও গণমাধ্যমকে আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence