নিখোঁজের ৭ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ AM
নিখোঁজের সাত দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগমের (২১) মরদেহ। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
নিহত ইতি বেগম লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী এবং জামালপুর জেলার সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে রাসেল শেখের সঙ্গে ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া লেগেই থাকত। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইতি বেগম। তিন দিন পর, ২৭ নভেম্বর, স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের সাত দিন পর রবিবার রাতে বাড়ির পাশের পুকুরে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তা থেকে ইতি বেগমের মরদেহ উদ্ধার করে।
ওসি মোস্তফা কামাল বলেন, 'মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।