‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে’

২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © সংগৃহীত

ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে সতর্কতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও ধর্মীয় বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। এই আবেগকে পুঁজি করেই একটি কুচক্রী মহল বারবার অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাউল আবুল হোসেন মহান আল্লাহ তাআলা সম্পর্কে অশালীন মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করেছেন, আর অন্য আরেক দল সেই সুযোগে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম পেছাচ্ছে

ইসলামী আন্দোলনের মতে, সমাজ ও রাজনৈতিক ঐক্য নষ্ট করার বৃহত্তর চক্রান্তেরই অংশ এসব ঘটনা। তাই অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।

মহাসচিব বলেন, বাউলকাণ্ডে প্রতিক্রিয়াকে বড় করে তুলে ধরা হলেও মূল অপরাধীর অশ্লীল মন্তব্যই পরিস্থিতিকে উসকে দিয়েছে। বাকস্বাধীনতা থাকলেও কারও বিশ্বাস অবমাননা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, আবুল হোসেনের মন্তব্য সীমালঙ্ঘন করেছে। তার পাশাপাশি যারা তাকে সমর্থন দিচ্ছেন তাদের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা—তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর দোষারোপ ও পুলিশি হয়রানির প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, যে কোনো ঘটনা নিরপেক্ষ দৃষ্টিতে দেখা জরুরি। ইনসাফের ভিত্তিতে অবস্থান নিতে হবে এবং বোঝতে হবে কোন ঘটনার কে উপকৃত হচ্ছে। জাতির এই সংকটকালে সবাইকে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage