‘শেখ হাসিনা ভারত ছাড়া অন্য দেশে গেলে বিপ্লবের সাফল্যে গ্লানি থাকত’

০৭ নভেম্বর ২০২৫, ১০:০০ PM
আলোচনায় মজিবুর রহমান মঞ্জু

আলোচনায় মজিবুর রহমান মঞ্জু © সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘শেখ হাসিনা ভারত ছাড়া অন্য দেশে গেলে জুলাই বিপ্লবের সাফল্যে গ্লানি থাকত। আজ শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। এবং আরেকটা সাফল্য অনেকে বলে না সেটা হচ্ছে তাকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছে। শেখ হাসিনা যদি অন্য কোন দেশে যাইতো আমাদের বিপ্লবের সাফল্য কিছুটা হলো। আপনার মানে গ্লানি থাকতো। একটা গ্লানি মুক্ত হয়েছি আমরা।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা এই দেশের মন এবং মানুষের প্রতিনিধি না। উনি হৃদয়ে আত্মায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ভারতের সেবাদাস হিসেবে ভূমিকা রাখেন। এটা আমরা বলতাম কিন্তু প্রমাণ করতে পারতাম না। এবারের অভ্যুত্থানের আমাদের বিপ্লবীদের একটা বড় বিজয় হচ্ছে তারা সেটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছে।

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬