ইউসুফকে গ্রেফতার করা হয় © সংগৃহীত
পটুয়াখালী বাউফলে পান-সুপাড়ি ও মুদি মনোহারী দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা পরিচালনা করতেন ইউসুফ হাওলাদার (৩৪) ও মুছা হাওলাদার (৩০) নামের সহোদর। দীর্ঘদিন গোপনে মাদকের কারবার করলেও, শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন একজন। উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের আনিচ হাওলাদারের ছেলে গ্রেফতার ইউসুফ ও পলাতক মুছা।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদের আদালতে সোপর্দ করেছে বাউফল থানা পুলিশ। এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে থানা পুলিশের একটি দল দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল সংলগ্ন সহোদর ইউসুফ ও মুছার পান-সুপারি এবং মুদি মনোহারী দোকানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ইউসুফকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহোদর মিলে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইউসুফ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এসময় তার ছোট ভাই মুছাকে পাওয়া যায়নি। মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় বাউফল থানার পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা থানায় এফআইআর করা হয়েছে। ইউসুফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।