মাছ ধরার প্রস্ততি নিচ্ছে জেলেরা © টিডিসি
চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় জব্দ করা ২৪ কেজি সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতোপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মহনায় এ অভিযান চালানো হয়। এতে ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর ও ১ লাখ ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।