প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ গরুকে হত্যা

০৭ মার্চ ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© সংগৃহীত

ছাগল খোঁয়াড়ে দেওয়ায় প্রতিশোধ নিতে প্রতিবেশীর ৯টি গরুকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া (৫৫) ও তার ছেলে মনির (৩০) নামে দুজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের (২৫) খামারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সুলেমান আহমদে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। ৪ মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোঁয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।

বুধবার রাত ১০টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ৬টায় তিনি খামারে গিয়ে দেখেন দুটি গরু মৃত পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন।

চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি দুটি গরুকে মাটিতে পুঁতে দেন। পরে চিকিৎসক অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও মোট ৯টি গরু মারা গেছে।

সুলেমান আহমদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এ খামার গড়ে তোলেন। তার দৃঢ় বিশ্বাস রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন বলেন, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত ৯টি গরু মারা গেছে। ময়নাতদন্তের সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
যবিপ্রবিতে ডিনের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে তদন্ত কমিটি,…
  • ০৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
  • ০৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!