নবম দিনের মতো দাবি আদায়ে রাজপথে শিক্ষকরা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো আন্দোলন

জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো আন্দোলন © সংগৃহীত

এমপিওভুক্ত (স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এ ছাড়া তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত সর্বজনীন বদলির দাবিও জানান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আজ বিকালের দিকে আন্দোলনকারী শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবে বলেও জানা গেছে।

আন্দোলনকারীরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়ার জন্য মাসিক এক হাজার, চিকিৎসা ভাতার জন্য ৫০০ এবং উৎসব ভাতা হিসেবে বেতনের ২৫ শতাংশ পেয়ে থাকেন; যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। ২৫ শতাংশ উৎসব ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন; যা দিয়ে বর্তমান বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উদযাপন করা সম্ভব নয়।

এই কর্মসূচির সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদেরও স্বার্থ জড়িত রয়েছে জানিয়ে তারা বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে মাসে ২০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বেতন দিতে হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলে শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বারবার প্রতারিত হয়েছেন। তাই এই আশ্বাসের ওপর বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। সরকারের আহ্বানে সাড়া দিয়ে ১৭ফেব্রুয়ারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। তারা অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জন্য জোর দাবি জানান।

সদস্য সচিব বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা দাবি করে বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে আজ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তৃতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, মোতাফিজুর রহমান নবিয়াবাদী আব্দুর রহমান, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মো ইলিয়াস, আ. হালিম, ফয়েজ আহমদ, মো. রুহুল আমিন, রাশেদ মোশারফ, উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, মো. কাইয়ুম, মো. মিজানুর রহমান, মো জিয়াউল, মুজিবুর রহমান, ফজলুল হক, আহসান হাবীব, জিএম শাওন, হাবিবুর রহমান রাজু মো. মিজানুর রহমান প্রমুখ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9