নিথর দেহে বাড়ি ফিরছেন ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ নির্মাণশ্রমিক

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মর্গ থেকে নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে।

মর্গ থেকে নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে। © সংগৃহীত

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৬জন নির্মাণশ্রমিকের পরিচয় মিলেছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। 

এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় মিরসরাই থেকে কাজ শেষে করে ফেনীতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় নির্মাণশ্রমিকদের বহন করা পিকআপে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন ভোলা জেলার মনপুরা থানার চর ফয়জুদ্দিন এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), একই থানার দাসেরহাট গ্রামের মো. নুর হোসেনের ছেলে মো. জুবায়ের মনির, একই গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (২২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পাতাবাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ (২৮), একই জেলার শরণখোলা থানার দক্ষিণ রাজাপুর এলাকার সোবহান ফরায়জীর ছেলে সাদ্দাম ফরায়জী (২৫) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালিগাঁও এলাকার আনার উদ্দিনের ছেলে মো. মারুফ মিয়া (১৯)। 

রুহুল আমিন নামে নিহত নাজমুল শেখের এক স্বজন বলেন, নাজমুল কাজের সুবাদে ফেনীতে একাই থাকতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছিলাম। সকাল থেকে হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করে এখন মরদেহ নিয়ে বাড়ি ফিরছি। 

নিহত আরিফের স্বজন রাকিব বলেন, আরিফ এক সপ্তাহ আগে ভোলা থেকে রাজমিস্ত্রীর কাজে ফেনীতে আসেন। গতকাল রাতে খবর পেয়ে আমরা ভোলা থেকে এখানে এসেছি। থানায় কাগজপত্রের কাজ শেষ করে মরদেহ নিয়ে বাড়ি ফিরছি।

এতে ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জাহাঙ্গীর (৩০), সবুজ (২৫), নাগর মাঝি (৪০)। তারা সকলে ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। 

দুর্ঘটনা কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া একজন নির্মাণ শ্রমিক বলেন, সহদেবপুর এলাকার সবুজের সঙ্গে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য চট্টগ্রামের মিরসরাই এলাকায় ১৮ জন শ্রমিক গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে ফেনীর লেমুয়ায় এলাকায় আমাদের বহনকারী পিকআপ হঠাৎ করে থেমে যায়। এসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান আমাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়লে কাভার্ড ভ্যান তাদের রাস্তায় পিষে দ্রুতগতিতে চলে যায়।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, গতকাল সন্ধ্যায় পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়াই হাসপাতালের মর্গ থেকে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। কাভার্ড ভ্যানের চালক  পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঢাবিতে ওসমান হাদীর স্মরণে আয়োজিত হচ্ছে ৫দিনব্যাপী বইমেলা
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9