অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন © সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন কর্পোরেট সুশাসনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা পঞ্চমবার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা চতুর্থবার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
এই উল্লেখযোগ্য অর্জন উদযাপন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে ‘সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস। তিনি বলেন, ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ নয়; বরং আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিত করাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটনের এই ধারাবাহিক সাফল্য দেশের কর্পোরেট খাতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্পোরেট সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।