আ.লীগ নেতাকে অতিথি করায় অনুষ্ঠানে ভাংচুর বিএনপি নেতাকর্মীদের

২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে হামলা-ভাংচুর

ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে হামলা-ভাংচুর © সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগ্রহী রক্তদাতা’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় ও ফুলগাজী উপজেলার আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীকে অতিথি করায় ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা।

এক পর্যায়ে আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসিরের নেতৃত্বে তারা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত স্বেচ্ছাসেবকদের গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ভাংচুর করেন তারা।

সংগঠনটির সভাপতি মহিন উদ্দিন পলাশ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা চলছিল। আমাদের কোনো সদস্য বা উপদেষ্টা আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। দুপুরে হঠাৎ বিএনপি নেতা নাসিরের নেতৃত্বে লোকজন এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ভাংচুর শুরু করেন।’ 

অভিযোগ প্রসঙ্গে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েও অনুষ্ঠানে দাওয়াত পাইনি। কিন্তু সেখানে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অতিথি করে এমন আয়োজন করায় সকলে ক্ষুব্ধ হয়েছেন।’

তিনি বলেন, ‘বিষয়টি উপজেলার শীর্ষ নেতাদের অবহিত করেছি। পরে অনুষ্ঠানস্থলে একটি অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’ তবে ভাংচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার সময় নিজে ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন এ বিএনপি নেতা।’ 

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। সেখানে এভাবে বিশৃঙ্খলা করা ঠিক হয়নি। অভিযুক্তদের বিষয়ে সাংগঠনিকভাবে বসে আলোচনা করা হবে।’ 

এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি। এ বিষয়ে এখনো কেউ থানায়  অভিযোগ করেনি।’

জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9