কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখল দুর্বৃত্তরা

‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লেখা বিএনপি কার্যালয়ে
‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লেখা বিএনপি কার্যালয়ে  © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে লেখা হয়েছে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’।উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও অফিসের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখা যায়।

সোমবার (২ে০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ছবি ভাইরাল হয়।

বিএনপি কার্যালয়টির দায়িত্বরত নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।


সর্বশেষ সংবাদ