কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা সদর হাসপাতালের লাশঘর
কক্সবাজার জেলা সদর হাসপাতালের লাশঘর  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৩ এর এফ/৭৫ ব্লকের একটি টয়লেটের ভেতরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, ক্যাম্প-৩ ব্লকের এফ/৭৫ রশিদ আহমেদের স্ত্রীর মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের জানালে, আমরা মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এটা আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে ধারণা করা যাচ্ছে না। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!