আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

১২ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী © টিডিসি সম্পাদিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) আইইউবিএটি ক্যাম্পাসে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা গান, আড্ডা, স্মৃতিচারণ এবং নানা গল্পে মেতে ওঠেন। তাদের একটাই পরিচয় সবাই আইইউবিটিয়ান। পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র প্রদর্শনী, এবং জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।বিকালে বিশেষ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, এবং প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মো. তানভীর রায়হান, জেনারেল ম্যানেজার, ডেলবার্গ সিমেন্ট মেটেরিয়ালস বাংলাদেশ পিএসসি।

অনুষ্ঠানে আইইউবিএটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ মো. শাহেদ ইকবাল। উপদেষ্টা হিসেবে থাকবেন ড. এ কে এম পারভেজ ইকবালসহ আরও অনেকে। 

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জোয়ারদার ফাহাদ বিন সহিদ (পল্লব) দায়িত্ব গ্রহণ করেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুনর্মিলনী শেষ হয়। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. এ কে এম পারভেজ ইকবাল।

উল্ল্যেখ্য, আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছেন।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9