সহ-সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা সেই যুবক গ্রেপ্তার

০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
ওমর ফারুক শুভ

ওমর ফারুক শুভ © টিডিসি সম্পাদিত

ফেনীতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সেই সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

এর আগে, নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সাথে ওমর ফারুক শুভ কথোপকথনের ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কল রেকর্ডে শুনা যায় সাময়িকভাবে বরখাস্ত হওয়া অধ্যক্ষকে পুনরায় পদে ফিরিয়ে আনতে শুভ ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

আরও পড়ুন: মাদ্রাসার অধ্যক্ষ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি বহিষ্কৃত সহ-সমন্বয়কের, ফোনালাপ ভাইরাল

কল রেকর্ডে আরও শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সে (শুভ)। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন। 

এ প্রসঙ্গে আজিজুর রহমান রিজভী দ্যা ডেইলি ক্যাম্পাসকে  বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি আশীর্বাদস্বরূপ। এ ব্যানারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক, তথ্য উপদেষ্টা এবং আমার নাম ভাঙিয়ে শুভ চাঁদাবাজি করার চেষ্টা করেছে যেখানে এসব কাজের সাথে আমার সংশ্লিষ্টতা নেই সেই কাজে আমার নাম ভাঙ্গিয়ে এমন কাজ করা যা আমার জন্য অত্যন্ত সম্মানহানিকর। বিষয়টি জানার পর আমি ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করি।

এই ঘটনার পর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে আজিজুর রহমান রিজভীর পক্ষে তার বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ শুভকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 

প্রসঙ্গত, আগস্টে আন্দোলনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় ওমর ফারুক শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। তারপরও বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আগের পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬