সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

দেয়ালে লেখা হত্যার হুমকির সামনে আহসান হাবিব আবু সায়েম
দেয়ালে লেখা হত্যার হুমকির সামনে আহসান হাবিব আবু সায়েম  © সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে গ্রাফিতি এঁকে তাকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার ওই  সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে কে বা কারা লিখে গেছেন ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ির দেয়ালে এমন লেখা দেখা যায়। এটা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেয়ালের লেখাটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আশপাশের পরিবেশ ও সিসি ক্যামেরা দেখা হচ্ছে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence