ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ, যা বললেন জয়

২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রহসনের বিচার পরিচালনার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইউনূস নেতৃত্বাধীন অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে জয় লেখেন, অবৈধ ইউনূস-নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত প্রহসনের বিচার প্রক্রিয়া এটিকে একটি রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারকে সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু হয়েছে।

‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং পরবর্তী প্রত্যর্পণের অনুরোধ এমন এক সময়ে আসে, যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নৃশংস নির্যাতন প্রতিদিন বেড়েই চলেছে। শত শত নেতা-কর্মীকে বিচারবহির্ভূত হত্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় ফাঁসানো, হাজারো নেতা-কর্মীকে অবৈধভাবে কারাগারে রাখা, এবং সহিংস হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবং সরকারের প্রত্যক্ষ মদদে এসব অন্যায় কার্যক্রম চলছে।’

তিনি আরও লেখেন, ২২ ডিসেম্বর, ইউনূস-নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি অতীতে যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা পরিচালনার ইতিহাস বহন করেন, পরিকল্পিতভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন। তিনি দাবি করেছেন যে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। এটি একটি চরম মিথ্যা এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে প্রহসনের বিচার পরিচালনার একটি ষড়যন্ত্র। মিডিয়ায় এই মিথ্যাচার ফাঁস হওয়ার পর তিনি তার বক্তব্য পরিবর্তন করলেও, এখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

সবশেষে তিনি লেখেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা অপরিহার্য। কিন্তু ইউনূস-নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এই বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

এর আগে, জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। রবিবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাবিতে জুলাই হত্যা মামলার আসামীকে চেয়ারম্যান নিয়োগে প্রতিবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
দশদিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৭৮৩ কোটি টাকা 
  • ১১ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছে উত্তীর্ণদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার জানা গেল এইচএসসির পরীক্ষার সময়
  • ১১ জানুয়ারি ২০২৬
৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় ক্ষতির মুখে বাংলাদ…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার একযোগে ১২ এনসিপি নেতার পদত্যাগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9