বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
নিহত তিনজন

নিহত তিনজন © টিডিসি ফটো

রাজশাহী পুঠিয়া উপজেলার শিবপুর ফিড মিলের সামনে মহাসড়কে অজ্ঞাত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে।

নিহত তিন মোটোরসাইল আরোহীরা হলেন ফাতেমা বেগম (২৭) ও তার ছোট বোন যুথী খাতুন (১৯) এবং ফাতেমা বেগমের স্বামী আবু হানিফ (৩২)।

নিহত ফাতেমা ও যুথী পুঠিয়া পৌরসভার পালোপাড়া ওয়ার্ডের শাহেদ আলীর মেয়ে। নিহত আবু হানিফ উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়োড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার ১৫ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর ফিড মিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের মোটোরসাইকেল যোগে আবু হানিফ তার স্ত্রী ফাতেমা বেগম ও শালিকা যুথীকে নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। যাওয়ার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ইউনিয়নের শিবপুর ফিড মিল নামক স্থানে পৌঁছানো মাত্রই বিপরীতগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় অজ্ঞাত বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পাবা হাইওয়ে থানা পুলিশ গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়।

এ বিষয়ে পবা হাইওয়ে ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে, রামেক কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage