অন্তর্বর্তী সরকারের সমালোচনা: যুবলীগ কর্মীকে পেটালেন বিএনপি কর্মীরা

যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেল
যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেল  © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রুহুল আমিন রুবেল (৩৫) নামে এক যুবলীগ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী বলে জানা গেছে।

জানা গেছে, বিএনপি কর্মীরা চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে রুবেলের মাথা, বাম পা ও হাতে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রুবেল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন। 

আহত রুবেল জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেল করে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে রুবেলের চলন্ত মোটরসাইকেলের সামনে রাস্তার ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেয় অজ্ঞাতপরিচয়ের কয়েকজন।

এতে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রুবেল রাস্তার পাশে খাদে পড়ে যান। এ সময় পাশ থেকে বিএনপিকর্মী হায়দারের নেতৃত্বে শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু, সরমানসহ ২৫-৩০ জন বিএনপিকর্মী তাকে ঘিরে ধরে রড দিয়ে উপর্যুপরি পেটায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রুবেলের আহত হওয়ার কথা নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাকি।

আব্দুর রাকি বলেন, 'রুবেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারপিটের কারণে বাম পা ও বাম হাতের দুটো হাড় ভেঙে গেছে।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ড বলেন, 'রুবেল দলের একজন সক্রিয় কর্মী। তিনি ফেসবুকে বর্তমান সরকারের সমালোচনা করায় বিএনপির কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।'

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, 'যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence